মানবদেহের প্রোটিন ম্যাপ করলেন বিজ্ঞানীরা
যুগান্তকারী আবিষ্কারই বটে। আর সেই আবিষ্কারের হাত ধরে বেঙ্গালুরুর ভারতীয় বিজ্ঞানীরা বিজ্ঞানের এক নতুন দরজা খুলে দিলেন বলা যায়। বিশ্বে প্রথমবারের মতো আমেরিকান সহকর্মীদের সঙ্গে তারা মানবদেহের ৩০টি অঙ্গের ১৭ হাজার প্রোটিন ম্যাপ করলেন। মানুষের শরীরে জিনোম ম্যাপিংয়ের মতোই প্রোটিন ম্যাপিংয়ের মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে গেল জীববিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। ইনস্টিটিউট অব বায়োইনফরমেটিক্স, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়েন্স (নিমহান্স), বেঙ্গালুরু ও হপকিংস...
Posted Under : Health News
Viewed#: 20
আরও দেখুন.

